- তমাল ঘোষাল
কোথায় গেলো বীরত্ব তোমার? কোথায় প্রতিপত্তি?
মুখোশে লুকিয়ে মুখ খানি, জীবন - ই এক মাত্র সত্যি |
এক ভাইরাস এসে দেখিয়ে দিলো, জীবন কত সস্তা |
সভ্যতা আজ লুকিয়ে ঘরে, ফাঁকা মাঠ, ঘাট, রাস্তা |
মিনিটে
মিনিটে হাথ ধোয়া, দস্তানায় ঢাকা হাথ ,
আপন জনের সঙ্গ গেলো, আছে খালি স্যানিটাইজারের সাথ |
মিটিং, মিছিল, জলুশ, পার্টি - এসব আসবে আবার কবে?
আজ ডাক শুনে তোর হাজার এলেও, একলাই চলতে হবে |
থালা বাজিয়ে, দীপ জ্বালিয়ে, যতই একতা দেখাও |
মৃত্যু
ভয়ে ঘরে লুকিয়ে আজ গণতন্ত্রের নেতারাও |
গান, বাজনা, রাগ, রাগিনী, ছিল কলার টিউনের কি সুর !
আজ ফোন করলেই হাঁচি, কাশি, সতর্কতা - ধুর – ধুর |
ট্রেন নেই, প্লেন নেই, নেই যান বাহন গাড়ি,
দোকান বন্ধ, অফলাইন কি অনলাইন, অফিস এখন বাড়ি |
গলাগলির
বার্তা মিথ্যা আজ, দূরত্ব চাই বেশি,
করমর্দন করে না কেউ আর, এখন নমস্কার এদেশী |
তবে এই সময় অনেক, শিখিয়েছে গুরু বাণী -
মানুষের প্রয়োজন স্বল্পেই মেটে, বাকিটা লোভেরই হাতছানি |
মানুষ ভুগছে আতঙ্কে আজ, মুক্ত বায়ু আর পশু পাখিরা |
মানব জাতির সর্বনাশে, পৌষ মাস মানায় বাকিরা |
তবে এর কি কোনো প্রয়োজন ছিল, আমরা কি এতই বোকা?
এক ভাইরাস কিনা শিখিয়ে গেলো, এ ঐশ্বর্য সব ধোকা !
পৃথিবী তো সবার - পশু, পাখি, গাছ পালার |
তবে মানুষ জাতি কেন একা অধিকারী, বিশ্বায়নের মালার?
এ হলো এক আঁধার যুগ, খুব খারাপ সময়, তাই না?
আপন জন কেউ মারা গেলেও, চারটে কাঁধ পাওয়া যায়না |
অপারেশন, চিকিৎসার অভাবে ভুক্ত ভুগি, মরছে কত লোকে |
লকডাউনে কেউ আসছে না, আপনের সুখে ও শোকে |
তবে এই সময় ও কেটে যাবে, উঠবে সূর্য আবার |
ইমিউনিটি আসবে দেশে, ভাইরাস হবে সাবাড় |
অনেক চিনলাম, অনেক বুঝলাম, অনেক ঝরলো চোখের বারি |
শিক্ষা দিলো অনেক খানি, করোনা মহামারী |
No comments:
Post a Comment