Sunday, January 26, 2020

শারদীয়া





- তমাল ঘোষাল

মহালয়ার দিন এলো মা, মন লাগে না কাজে,
বেতার রূপে ঘরে ঘরে, আলোর বেনু বাজে
কাশ ফুলের থোকা গুলো সব, বাতাসে দুলায় মাথা,
জানান দেয় সকল কেইমায়ের আসার কথা

দিন গুনে চলে অপেক্ষা, হাল ছাড়তে নারি 
পাঁচ দিন তো গেলো মা কেটে, এবার দাও না মর্ত্যে পারি ।
দেখতে দেখতে আসে ষষ্ঠী, এবার তো আস্তে হবেই কাছে,
আঁকড়ে রাখি এবার দিন গুলো কে, মা চলে না যায় পাছে

সপ্তমী তে ঢাক ঢোলে মা, তোমার পুজো করি,
দেবী বন্দনার উলুধ্বনি তে, বিশ্ব যে যায় ভরি
অষ্টমী তে পুষ্পাঞ্জলি, কুমারী পূজার পালা,
অষ্টতর  শত পদ্ম, মায়ের গলার মালা

নবমী তে ঠাকুর দেখা, বাইরে খাবার মজা,
কেউ খায় চপ, কাটলেট; কেউ বা মিঠাই গজা
নবমী নিশি এলেই ভারী, সব বাঙালির মন,
আর তো মাত্র কিছু ক্ষনে মা, যাবেন বিসর্জন

দশমী  তে দুঃখ ভুলে, মায়ের বিদায় প্রস্তুতি,
সিঁদুর খেলা, ঢাক বাদ্যে, নিরঞ্জনের আরতি
আসছে বছর আবার এস মা, থাকবো অপেক্ষায়
ভালোবাসায়  রাখবো বেঁধে সেবার, পালাবে কোথায়?

1 comment: