Monday, January 27, 2020

Love Enigma




- By Tamal Ghosal

How had I wished it all my life,
To hover - high up in the skies.
Never had I contemplated,
A day I’ll sink in her eyes.

Her pretty face, her nectar smile,
To heaven it all takes me.
When she’s around nothing else matters,
Such a darling angel is she.

The music in her voice, her mischievous chirps,
Give nightingale a trance.
Oh how I wish, to have her in my life,
If only I had a chance.

God has made her, with all his heart,
Has nurtured her eyes' pose,
Her lovely hair with dark night sky,
Her lips with petals of rose.

In dreams, at wake, at motion, in rest,
Her thoughts don’t subside me.
Ever since my soul got entangled in her thoughts,
I could not, at all, set it free.

But alas reality! Not all dreams get shape,
Not all broken hearts get mend.
My heart – “move on” since breaks that tree,
That knows not how to bend.

So what if the flower of my heart,
Blooms in another Eden’s soil?
So what if fruits be denied to me,
No matter how I toil?
I know at heart, that life goes on,
And thus will I do no wrong -
Love’s Enigma baffles and never gets solved,
But the heart will still love along.

Sunday, January 26, 2020

শারদীয়া





- তমাল ঘোষাল

মহালয়ার দিন এলো মা, মন লাগে না কাজে,
বেতার রূপে ঘরে ঘরে, আলোর বেনু বাজে
কাশ ফুলের থোকা গুলো সব, বাতাসে দুলায় মাথা,
জানান দেয় সকল কেইমায়ের আসার কথা

দিন গুনে চলে অপেক্ষা, হাল ছাড়তে নারি 
পাঁচ দিন তো গেলো মা কেটে, এবার দাও না মর্ত্যে পারি ।
দেখতে দেখতে আসে ষষ্ঠী, এবার তো আস্তে হবেই কাছে,
আঁকড়ে রাখি এবার দিন গুলো কে, মা চলে না যায় পাছে

সপ্তমী তে ঢাক ঢোলে মা, তোমার পুজো করি,
দেবী বন্দনার উলুধ্বনি তে, বিশ্ব যে যায় ভরি
অষ্টমী তে পুষ্পাঞ্জলি, কুমারী পূজার পালা,
অষ্টতর  শত পদ্ম, মায়ের গলার মালা

নবমী তে ঠাকুর দেখা, বাইরে খাবার মজা,
কেউ খায় চপ, কাটলেট; কেউ বা মিঠাই গজা
নবমী নিশি এলেই ভারী, সব বাঙালির মন,
আর তো মাত্র কিছু ক্ষনে মা, যাবেন বিসর্জন

দশমী  তে দুঃখ ভুলে, মায়ের বিদায় প্রস্তুতি,
সিঁদুর খেলা, ঢাক বাদ্যে, নিরঞ্জনের আরতি
আসছে বছর আবার এস মা, থাকবো অপেক্ষায়
ভালোবাসায়  রাখবো বেঁধে সেবার, পালাবে কোথায়?